ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করেছে সরকার
ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত শনাক্ত ও সমন্বয়ের জন্য জরুরি কন্ট্রোল রুম চালু করেছে সরকার। শুক্রবার (২১ নভেম্বর) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে আঘাত হানা ভূমিকম্পে এ পর্যন্ত ঢাকা ও বিভিন্ন জেলায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। দ্রুত মূল্যায়ন শেষে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ক্ষয়ক্ষতি বা সহায়তা সংক্রান্ত তথ্য জানাতে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তাতে কান না দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে