তিনটি কারখানার মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্বের অভিযোগে তিনটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে মজুরি বিরোধ নিয়ে বেশ কয়েকটি মামলার পর এই উদ্যোগ নেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। তাদের বিরুদ্ধে
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মালেক জানান, ওই কারখানাগুলোর মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে গাফিলতির অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরকে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ পাঠানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা পাওয়া নিশ্চিতে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফ সিদ্দিকী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি রক্ষায় কারখানা মালিকদের কোনো অবহেলা বা ব্যর্থতা সরকার সহ্য করবে না।
এই পদক্ষেপ শ্রম অধিকার রক্ষা এবং পোশাক খাতে জবাবদিহিতা কার্যকরে সরকারের প্রতিশ্রুতিতে জোর দেয় বলেও জানান সংশ্লিষ্টরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে