চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে।
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকার বাজার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে, এবং দুই সপ্তাহের মধ্যেই নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসবে। তবুও যদি আগামী কয়েক দিনের মধ্যে দাম না কমে, তবে সরকার আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সরকারের কাছে বর্তমানে প্রায় ২ হাজার ৮০০টি পেঁয়াজ আমদানির আবেদন রয়েছে। এর মধ্যে মাত্র ১০ শতাংশ অনুমোদন দিলেও বাজারে পেঁয়াজে সয়লাব হবে। তবে দাম অতিরিক্ত কমে গিয়ে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে