Views Bangladesh Logo

চন্দ্রনাথ মন্দির ঘিরে উস্কানিমূলক কার্যকলাপ রোধের নির্দেশ সরকারের

ট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের আশেপাশে উস্কানিমূলক কার্যকলাপের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অন্তবর্তী সরকার। মন্দিরটি ঘিরে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবিলা বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের চন্দ্রনাথ ধাম মন্দির কমিটির (স্রাইন) নেতাদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন তিনজন উপদেষ্টা।

মন্দির কমিটির নেতাদের দাবি, গত পাঁচ বছর ধরে মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে নানা উস্কানিমূলক কার্যকলাপ ঘটছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে রেলওয়ে ভবনের বৈঠকে এ ধরনের ঘটনা রোধ এবং অঞ্চলে শান্তি নিশ্চিতের পদক্ষেপে জোর দেয়া হয়।

বৈঠকে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। মাঠ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকা এবং মন্দিরের কাছাকাছি যেকোনো উস্কানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তারা।

খারাপ অবস্থায় থাকা মন্দিরের সিঁড়ি জরুরি মেরামতের অনুরোধ জানান স্রাইন কমিটির সদস্যরা, যা দর্শনার্থীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। সংস্কার কাজ ত্বরান্বিত করতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদীর সাথে যোগাযোগ করেন উপদেষ্টা ফৌজুল কবির খান।

চন্দ্রনাথ মন্দিরের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য পুনর্ব্যক্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো কার্যকলাপ সহ্য না করার হুশিয়ারি দেন উপদেষ্টা ফৌজুল। তিনি বলেন, উস্কানির কোনো লক্ষণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৈঠকে ধর্ম, বর্ণ বা শ্রেণীহীন বৈষম্যমুক্ত সমাজ গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিতে জোর দেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

ধর্মীয় স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে এ ধরনের কার্যকলাপকে অপরাধমূলক এবং ধর্মীয় নীতির পরিপন্থী বলে অভিহিত করেন ধর্মীয় উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে তাদের ন্যায্য দাবি পেশের আহ্বান জানিয়ে যথাযথ ব্যবস্থারও আশ্বাস দেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ