Views Bangladesh Logo

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার)।

অন্যদিকে, ঐচ্ছিক ছুটির তালিকায় মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিষ্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন করে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬ সালে বাংলাদেশের সব সরকারি, আধা–সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি প্রযোজ্য হবে। একজন কর্মচারী তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে এর জন্য বছরের শুরুতেই উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সাধারণ ও নির্বাহী আদেশে ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি সংযুক্ত করার অনুমতিও দেয়া যেতে পারে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত, কিংবা যেসব প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যক ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করবে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ