নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে সভাপতি করে একটি তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট-১৯৫৬ অনুযায়ী নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য কমিশন গঠন করা হলো।'
কমিশনের অন্যান্য দুই সদস্য হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
তদন্ত কমিশনকে ২৯ আগস্ট নুরের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশ করা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনকে জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে