প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ৮ সদস্যের কমিটি গঠন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তদারকির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রোববার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হবেন কমিটির সভাপতি এবং একই অধিদপ্তরের পরিচালক (নীতি ও কার্যক্রম) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে আরও থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নন-ফরমাল এডুকেশন ব্যুরো, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এর আগে, গত ২৮ আগস্ট শিক্ষক নিয়োগ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়।
নতুন বিধিমালা অনুযায়ী, সহকারী শিক্ষকের ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত।
এছাড়া ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে বিশেষ গোষ্ঠীর জন্য—মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ। কোটা থেকে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে।
আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কোনো শিক্ষাজীবনের পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি পাওয়া যাবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে