সরকার জনসাধারণের দুর্বলতাকে কাজে লাগিয়ে উগ্রবাদী শক্তিকে উসকে দিচ্ছে: ফারহাদ মজহার
কবি ও রাজনৈতিক চিন্তাবিদ ফারহাদ মজহার অভিযোগ করেছেন যে বর্তমান সরকার জনগণের দুর্বলতাকে কাজে লাগিয়ে উগ্রবাদী শক্তিকে সাহস জোগাচ্ছে এবং বৈশ্বিকভাবে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টায় সহযোগী হয়ে উঠেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভাববৈঠকী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মজহার বলেন, ইসলামকে একটি 'খারাপ ধর্ম' হিসেবে উপস্থাপনের জন্য পরিকল্পিত প্রচেষ্টা চলছে, এবং সরকার সক্রিয়ভাবে সেই বর্ণনার অংশ হয়ে উঠেছে।
তিনি বলেন, 'সরকার কেবল নীরবই নয় বরং এই ধ্বংসাত্মক শক্তিকে উসকে দিচ্ছে। তারা জনগণের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে।'
সাম্প্রতিক সময়ে মাজার ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মজহার বলেন, এগুলো 'অপরাধমূলক কর্মকাণ্ড' যা রাষ্ট্র উপেক্ষা করেছে। কুমিল্লার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি স্থানীয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, এটি ছিল 'লজ্জাজনক' এবং এমন অপরাধমূলক কাজ সত্ত্বেও কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, 'একটি মাজার ধ্বংস করা দণ্ডনীয় অপরাধ। অথচ, আমরা কোনো প্রমাণ পাইনি যে সরকার অপরাধীদের বিচারের আওতায় এনেছে।'
একটি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিও উদ্বেগ জানিয়ে মজহার বলেন, এ ধরনের ঘটনা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, 'সরকারের নিষ্ক্রিয়তায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি প্রশ্ন তোলে, বৈশ্বিকভাবে ধর্মকে অপমান করার কোনো বৃহত্তর এজেন্ডা কি এখানে কাজ করছে?'
ড. ইউনূসকে উদ্দেশ করে মজহার বলেন, 'আপনি জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গাদের পক্ষ থেকে বক্তব্য দিতে যাচ্ছেন। আমরা আশা করি, নিজ দেশের নিপীড়িত মানুষের পক্ষেও আপনি কণ্ঠ তুলবেন।'
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ইস্যুর চেয়ে দেশীয় সমস্যা উপেক্ষিত হওয়া উচিত নয়।
'আমাদের জনগণের দুঃখ-দুর্দশা উপেক্ষিত হওয়া চলবে না। আমরা খুব শিগগিরই স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি ও আইন উপদেষ্টাদের কাছে মাজার পুনর্নির্মাণ ও সুরক্ষার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেব,' ঘোষণা দেন মজহার।
সমাবেশে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, ন্যায় ও উন্নয়ন পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং সাংস্কৃতিক কর্মী সুজন সরকার প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে