Views Bangladesh Logo

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা চার দিনের ছুটি পেতে চলেছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) থাকছে দুর্গাপূজার সাধারণ ছুটি।

পূজার ছুটির পরপরই ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ যাপনের সুযোগ পাবেন।

সাধারণত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঈদের ছুটিতে তিন দিন এবং দুর্গাপূজায় এক দিন ছুটি বরাদ্দ থাকে। তবে কোনো কোনো বছরে নির্বাহী আদেশে এই ছুটি বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিনের ছুটির অনুমোদন  দিয়েছিল। সেই অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা তৈরি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ