টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র আশুরা পালিত হবে আগামী রোববার (৬ জুলাই)। এর আগের দুই দিন শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) সরকারি সাপ্তাহিক ছুটি। এর ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আশুরার ছুটি নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সালের পবিত্র মহররম মাস। সে হিসেবে ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরা পড়েছে ৬ জুলাই রোববার।
এদিকে আশুরার ছুটির প্রভাবে ওই তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে