Views Bangladesh Logo

সরকারি কর্মচারীদের বিক্ষোভ, অর্থসচিবের অপসারণের দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

চিবালয়ের একাংশ সরকারি কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদারের অপসারণসহ আরও কয়েকটি দাবি জানিয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কর্মচারীরা মিছিল শুরু করে যা শেষ হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনে। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন স্লোগান দেন।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. যৌক্তিক দাবি-দাওয়া বাধাগ্রস্ত করার অভিযোগে অর্থসচিবসহ কিছু কর্মকর্তার অপসারণ।

২. নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন।

৩. ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, 'আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানাই। কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের অধিকার আদায়ের জন্য।'

এর আগে গত জুনে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা ‘সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন। পরে সরকার ওই অধ্যাদেশে সংশোধনী আনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ