খাগড়াছড়িতে মসজিদে অগ্নিসংযোগের খবর ভিত্তিহীন: প্রেস উইং
খাগড়াছড়ি মডেল মসজিদে অগ্নিসংযোগের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (২৮ সেপ্টম্বর) এক ফেসবুক বিবৃতির মাধ্যমে প্রেস উইং জানায় , সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি খাগড়াছড়ির নয়। ভিডিওটি আসলে দিনাজপুরের জীবন মহল রিসোর্টে গত ২৮ আগস্ট সংঘটিত ঘটনার। ওইদিন ‘তৌহিদি জনতা’ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিবেদনে বলা হয়, দিনাজপুরের ওই ঘটনায় অন্তত ১২ জন আহত হন, তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এর আগে ১৭ আগস্ট ভ্রাম্যমাণ আদালত একই রিসোর্টে অভিযান চালিয়ে সাতজনকে কারাদণ্ড দেন এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
প্রেস উইং আরও জানিয়েছে, খাগড়াছড়ি মডেল মসজিদ এখনো নির্মাণাধীন এবং ব্যবহারযোগ্য হয়নি। স্থানীয় সাংবাদিক ও প্রথম আলোর তথ্য অনুযায়ী, গুইমারা উপজেলার কোনো মসজিদে আক্রমণ হয়নি।
এছাড়া “খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেয়া হয়েছেএই দাবি সম্পূর্ণ মিথ্যা। মসজিদটি এখনো নির্মাণাধীন এবং ব্যবহার উপযোগী হয়নি" বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে পাহাড়ি এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জুম্ম ছাত্র জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সরকারি কর্মকর্তারা বলেন, খাগড়াছড়ির অস্থিতিশীল পরিস্থিতিতে বিভ্রান্তি ছড়ানোর জন্য দিনাজপুরের ভিডিওটি প্রচার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে