Views Bangladesh Logo

পাম অয়েলের দাম লিটারপ্রতি কমলো ১৯ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে নতুন খুচরা মূল্য ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে, কারণ আন্তর্জাতিক বাজারে এর দাম স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সচিব মাহবুবুর রহমান বলেন, কমিশন নিয়মিতভাবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।”

নতুন দাম কিছুটা হলেও ভোক্তাদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। যদিও সয়াবিন তেলের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আসছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ