Views Bangladesh Logo

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমাল সরকার

সন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ শুল্ক হ্রাসের সমান।

এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এনবিআর জানায়, ধর্মপ্রাণ মানুষের চাহিদা ও রমজানে খেজুরের বাড়তি ব্যবহার বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, আগের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে এবং বাজারদর ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ