Views Bangladesh Logo

‘যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার’

ন্তর্বর্তী সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর থেকে কমানোর পরিকল্পনা করছে এবং শিথিল শর্তে বয়স্ক বন্দিদের মুক্তি দিতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ক্ষেত্রে নারীদের সাজা ২০ বছরে নামানো এবং পুরুষদের সাজা কিছুটা বেশি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য, কারা ব্যবস্থায় বাজেটের সীমাবদ্ধতা এবং বয়স্ক ও অসুস্থ বন্দিদের ওষুধের প্রয়োজনীয়তাসহ সমস্যাগুলোর সমাধান।

সরকার ঝুঁকিগুলোকে সাবধানতার সঙ্গে মূল্যায়ন করবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অল্প বয়সে মুক্তিপ্রাপ্তরা সম্ভাব্য ক্ষেত্রে ফের অপরাধ করতে পারে। নারী বন্দিদের ক্ষেত্রে আরও উদার পদ্ধতিতে জোর দেয়া হয়েছে।

যোগ্যতার জন্য নির্দিষ্ট বয়সের মানদণ্ড এখনও নির্ধারিত হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ