লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা সরকারের

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘটনাটিকে ‘বেপরোয়া’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করে কর্তৃপক্ষকে দায়ীদের সনাক্ত এবং বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবারের (১৩ সেপ্টেম্বর) সরকারি বিবৃতিতে প্রেস উইং জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ে জুলাই গণআন্দোলনের প্রথম বার্ষিকীর অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় বাংলাদেশ হাইকমিশনের যানবাহনে ডিম ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। কিছুক্ষণের জন্য উপদেষ্টা মাহফুজ আলমসহ তার সফরসঙ্গীদের পথ আটকে দেয়ার চেষ্টা চালান তারা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। তাদের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, মাহফুজ আলম লক্ষ্যবস্তু করা যানবাহনে ছিলেন না।
বিবৃতিতে নিউইয়র্কে আগের ঘটনারও উল্লেখ করেছে প্রেস উইং, যেখানে মাহফুজ আলমের সরকারি সফরের সময় একই ধরনের হামলা হয়েছিল।
প্রবাসী রাজনৈতিক ও সম্প্রদায়ের নেতাদের সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে সরকার এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ও নাগরিক আলোচনা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উপদেষ্টার কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সাথে চলমান সমন্বয় নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে