Views Bangladesh Logo

নুরের ওপর হামলার তীব্র নিন্দা সরকারের, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি

 VB  Desk

ভিবি ডেস্ক

ণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নুর ও তার দলের ওপর হামলা কেবল একটি রাজনৈতিক ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের ওপরও আঘাত।

সরকার জানায়, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন হবে। পদমর্যাদা বা প্রভাব নির্বিশেষে জড়িত কেউই জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। দ্রুততার সঙ্গে বিচার নিশ্চিত করা হবে।

বিবৃতিতে বলা হয়, আহত নুর ও তার দলের সদস্যদের চিকিৎসা তদারকিতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে তাদের বিদেশে পাঠানো হবে।

নুরের ভূমিকার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত তিনি তরুণদের সংগঠিত করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান নিয়েছেন। সেই ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতীক হয়ে থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের আহ্বান জানিয়ে বলে, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্র হতে হবে—জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ও গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে।

এছাড়া বিবৃতিতে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র বা বাধা দিয়ে নির্বাচন বিলম্বিত করা যাবে না। জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ