আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তৌহিদ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসাসেবা ও পুনর্বাসনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) আহতদের দেখতে যান তিনি।
উপদেষ্টা বলেন, 'আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, যতেদিন প্রয়োজন ততোদিন সহায়তা অব্যাহত থাকবে'।
'সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। ডাক্তাররা যদি নির্ধারণ করেন যে, এখানে চিকিৎসা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবো'- যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে