Views Bangladesh Logo

গাজামুখী নৌবহরে থাকা শহীদুল আলমসহ অন্যদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, গাজামুখী ঐতিহাসিক ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারীদের অবস্থান ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘গাজামুখী এই ঐতিহাসিক নৌবহরে অংশ নেয়া ব্যক্তিদের, বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থান ও নিরাপত্তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

অধ্যাপক ইউনুস বলেন, ‘শহিদুল আলম এই মিশনে সেই একই সাহস, সংকল্প এবং অদম্য চেতনা নিয়ে এগিয়ে গেছেন, যা তিনি ২০১৮ সালে হাসিনা সরকারের অধীনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবরণ করার সময়ও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন।’

গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘মানুষের যন্ত্রণার প্রতি উদাসীনতা দশকের পর দশক ধরে মানবজাতির অর্জিত অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে।‘

ড. ইউনুস আরও বলেন, ‘এই ট্র্যাজেডি গাজার চেয়ে অন্য কোথাও এত বেশি দৃশ্যমান নয়। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল ও স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা শহিদুল আলমের এবং গাজার পাশে আছি—এখন এবং চিরকাল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ