Views Bangladesh Logo

জুলাই স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই স্মরণে ঘোষিত এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৩জুলাই) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ফারুকী লেখেন, শুরু থেকেই কর্মসূচিটি নিয়ে সরকারের অভ্যন্তরে দ্বিধা ছিল। আমরা এই ব্ল্যাকআউট একাধিকবার কর্মসূচি থেকে বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। অনেকেই মনে করেছিলেন ১ মিনিটের ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত যথার্থ নয়।

পরবর্তীতে আলোচনা ও পর্যালোচনার পর এ কর্মসূচি চূড়ান্তভাবে বাতিল করা হয়। ফারুকী জনসাধারণকে মতামতের জন্য ধন্যবাদ জানান এবং জানান, সংশোধিত ইভেন্ট সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে অন্য সব কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

মূলত গত বছরের ছাত্র-গণআন্দোলনের স্মরণে প্রতীকী উদ্যোগ হিসেবে ২০২৫ সালের ১৮ জুলাই এক মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

এর আগে ২০২৪ সালের ১৮ জুলাই, তৎকালীন আওয়ামীলীগ সরকার রাত ৯টায় হঠাৎ করে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই বছর ব্ল্যাকআউট বাস্তবায়নের দায়িত্বে ছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ