Views Bangladesh Logo

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার সময়কালের বিভিন্ন প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন সংক্রান্ত অন্যান্য নির্দেশনা পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির নেতৃত্ব দেবেন জ্বালানি, সড়ক ও রেল এবং পরিবেশ ও পানিসম্পদ–বিষয়ক উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান। কমিটিকে এক মাসের মধ্যে পর্যালোচনা শেষে সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল সংশোধনের যুক্তিসঙ্গত সুপারিশ উপস্থাপন করতে বলা হয়েছে, যা পরবর্তী উপদেষ্টা পরিষদের সভায় বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল যাতে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। পরবর্তীতে এই প্রথা অন্যান্য শীর্ষ নারী কর্মকর্তার ক্ষেত্রেও চালু হয়ে যায়। এখনও অনেক ক্ষেত্রে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করা হয়, যা সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে অস্বাভাবিক ও অনভিপ্রেত।”

এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনের ভেতরে এবং সংবাদমাধ্যমে আলোচনা-সমালোচনা চলে আসছিল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এই ‘স্যার’ সম্বোধন নিয়ে এক ধরনের অস্বস্তিকর বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। এমনকি সংবাদকর্মীদের ‘স্যার’ না বললে অনেক সময় প্রশাসনিক অসৌজন্যের মুখেও পড়তে হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ