Views Bangladesh Logo

সৌদি আরব থেকে আসবে ৬ লাখ ৩০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি অর্থবছরে সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। চুক্তি স্বাক্ষরের পর দেশটির কৃষি-পুষ্টি কোম্পানি সাবিকের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার মেট্রিকটন সার কিনে আনবে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৩তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও সচিবরা।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজিএমসি) অধীন চট্টগ্রামের ভাটিয়ারির জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে কমিটি। এই পদক্ষেপের লক্ষ্য, ওই অঞ্চলে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) কার্যক্রম সম্প্রসারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ