Views Bangladesh Logo

নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইনি সংস্কার অনুমোদন

নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমে দক্ষতা ও গতিশীলতা বাড়াতে দুটি আইনের সংশোধনী অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইসি প্রস্তাবিত সংশোধনী অনুমোদিত হয়েছে।

ব্রিফিংয়ে আরও ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ