Views Bangladesh Logo

৫০ হাজার টন অকটেন কিনবে সরকার, ব্যয় ৪,১৩৪ কোটি

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৪ হাজার ১৩৪ কোটি ৪০ লাখ টাকা। প্রতি ব্যারেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অকটেন আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে প্রিমিয়াম ও রেফারেন্স দরের ভিত্তিতে এ অকটেন আমদানি করা হবে।

২০২৫ সালে জরুরি ভিত্তিতে গ্যাসোলিন ৯৫ আনলেডেডের মোট চাহিদা ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টন সরকার থেকে সরকারের (জি-টু-জি) চুক্তির মাধ্যমে, আরও ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এবং অবশিষ্ট ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে।

অনুমোদিত ৫০ হাজার টন অকটেন ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পি টি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে আমদানি করা হবে। আমদানির জন্য অর্থায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যা আসবে বিপিসির বাজেট, জ্বালানি বিক্রির রাজস্ব এবং বৈদেশিক ঋণ থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ