Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় আরও ১০৮ আইন কর্মকর্তা নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার জন্য নতুন করে আরও ১০৮ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ (মঙ্গলবার) আইন মন্ত্রণালয়ের সলিসিটার উইং থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ