Views Bangladesh Logo

সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে সরকার।

এর আগেও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলে।

পরবর্তীতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এরপরে বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচীতে চলছিল বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ