Views Bangladesh Logo

ক্রিকেট দলকে না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে দিচ্ছে সরকার

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দল পাঠায়নি বাংলাদেশ সরকার। তবে ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলের ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সরকারের ধারণা, প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশ দল ছোট—একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। আয়োজকদের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এই সফরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ শুটার রবিউল ইসলাম। তার ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।

নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের সুবিধায় রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে থাকতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

রবিউল ইসলাম জানিয়েছেন, খেলার প্রয়োজনে অস্ত্র ও গুলি বহন করতে হয়, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব জানান, শুটিং দলের সফরের জন্য প্রয়োজনীয় জিও ইতোমধ্যে দেওয়া হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ