Views Bangladesh Logo

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল সরকার

দেশে এলপিজির সংকট মোকাবিলায় বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিয়েছে সরকার। এখন থেকে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে এলপিজি আমদানি করা যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, বাকিতে আমদানি করা এলপিজিকে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করা হবে।

সরবরাহ সংকটের কারণে গত এক মাসের বেশি সময় ধরে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার নিয়ে ভোগান্তি চলছে। আকারভেদে সিলিন্ডারের দাম ৩৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার না পাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজ ব্যাহত হচ্ছে।

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয়। পরে তা গার্হস্থ্য ব্যবহারের জন্য সিলিন্ডারে ভরা হয়। আমদানির পর সংরক্ষণ, সিলিন্ডারে ভরা এবং পরিচালন কার্যক্রম শেষ করতে স্থানীয় আমদানিকারকদের বেশ সময় লাগে।

এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এলপিজি সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় আমদানির জন্য এটি যোগ্য শিল্প কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ২৭০ দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিনের ইউজান্স সুবিধা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে এলপিজি আমদানিকারকরাও একই সুবিধা পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ