২০২৬ সালের প্রাথমিকের পাঠ্যবইয়ের জন্য ২০১ কোটি টাকা বরাদ্দ দিল সরকার
প্রাথমিক শিক্ষাখাতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪ কোটি ৪৪ লাখেরও বেশি পাঠ্যবই কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ কেনাকাটার মোট ব্যয় ধরা হয়েছে ২০১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের মতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত ৯৮টি লটের মধ্যে ৯৬টির অনুমোদন দেওয়া হয়েছে, যা সারা দেশে পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ব্যয় হবে। মোট ৪৪,২৪২,৪৯১ কপি পাঠ্যবই কেনা হবে।
পাঠ্যবই কেনার পাশাপাশি, বৈঠকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি জাহাজের ডেডওয়েট ধারণক্ষমতা হবে ৫৫ হাজার থেকে ৬৬ হাজার টন। বাংলাদেশ শিপিং করপোরেশন যুক্তরাষ্ট্র থেকে জাহাজ দুটি কিনবে এবং এতে ব্যয় হবে আনুমানিক ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
এছাড়াও বৈঠকে বিশ্বব্যাংক অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ রিজিওনাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট প্রজেক্ট-১’-এর অবশিষ্ট কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ জলপথে ড্রেজিং ও টার্মিনাল অবকাঠামো নির্মাণের মাধ্যমে অভ্যন্তরীণ নৌপরিবহন উন্নত করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে