আওয়ামী লীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
ব্রিফিং শেষ করে উপদেষ্টা সাংবাদিকদের কাছে জানতে চান, কারও কোনো প্রশ্ন আছে কি না। এ সময় একজন সাংবাদিক যশোরে আলোচিত ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে প্রশ্নের জবাব না দিয়ে উপদেষ্টা বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।’
এক সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন যে, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন, তখন তিনি বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’
এ সময় আরেক সাংবাদিক বলেন, ‘আপনি তো দায়বদ্ধ।’ জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি দায়বদ্ধ নই। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া কিছু বলব না। আপনারা কৃষির ওপর প্রশ্ন করবেন। কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না—এগুলোই আসল সমস্যা।’
পরবর্তীতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া—এমনটা নয়। সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। কৃষির বিষয়ে প্রশ্ন করুন।”
এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করেই ব্রিফিং কক্ষ ত্যাগ করেন।
উল্লেখ্য, স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুতে জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল অবস্থান জানতে সাংবাদিকরা প্রশ্ন তুললেও সংশ্লিষ্ট ব্রিফিংয়ে তার সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে