Views Bangladesh Logo

শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এই ঘোষণা দেন আইন উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে মেনে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

তবে দাবিগুলো মেনে নেয়ার ঘোষণার পরপরই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষার্থীরা “আমরা বিচার চাই” সহ বেশ কিছু স্লোগান দেয়, যেগুলোকে মিথ্যা বলে দাবি করা হয় রিপোর্টে। তারা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কলেজের ৫ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট) কলেজ ভবনের ভিতরে দুইজন উপদেষ্টা আটকে আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ