Views Bangladesh Logo

আইপিএল সম্প্রচার বন্ধ হবে কি না, আইনগত যাচাই শেষে সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রতি কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—সে বিষয়ে আইনগত দিক ও প্রক্রিয়া যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক মতবিনিময় সভায় তিনি বলেন, খেলাগত কারণে সিদ্ধান্ত হলে বিষয়টি আলাদা হতো; কিন্তু যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়—তাই প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি ভিত্তি যাচাই শেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। তবে এতে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে বিষয়টিকে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঘটনা হিসেবে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মতে, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠে। সন্তোষজনক নিশ্চয়তা না পেলে আইসিসির কাছে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু—যেমন শ্রীলঙ্কায়—সরানোর দাবিও তুলতে পারে বিসিবি।

এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভেন্যু পরিবর্তনের বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন, আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন—ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

বিসিবি এখন দুটি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—একটি আইপিএল কর্তৃপক্ষকে, আরেকটি আইসিসিকে। এই চিঠির জবাব এবং সরকারের আইনি পর্যালোচনার ওপরই নির্ভর করছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ