Views Bangladesh Logo

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর থেকে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যের জন্য নির্বাচনী দায়িত্ব সম্পর্কিত তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে সরকার।

এ ছাড়াও নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম জানান, সভায় নির্বাচন উপলক্ষে পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, “সভায় আইজিপি জানিয়েছেন, আগামী মাস থেকে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করবেন।”

প্রেস সচিব জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ