Views Bangladesh Logo

আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ করলো সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে। পাশাপাশি, ৫০ হাজার টন আলু সরকারিভাবে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আলুর বাজারমূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার জন্য চার সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়।


কমিটির সভাপতি হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব।


কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকারের নেয়া সিদ্ধান্তগুলো হলো:


১. হিমাগারের গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।


৩. আগামী মৌসুমে আলুচাষিদের প্রণোদনা প্রদান করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ