Views Bangladesh Logo

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

থ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বর্তমানে দেশের গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকদের অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

উপদেষ্টা এ সময় বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিক প্রশিক্ষণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধের কৌশলসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও বৈঠকে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ