ডিএমপি ভাগ করার চিন্তা সরকারের
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভাগ করার বিষয়ে ভাবছে সরকার। এর আওতাধীন এলাকা ঢাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা একাধিক অংশে বিভক্ত করার প্রস্তাবনা চলছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
দুপুরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুটি বা একাধিক অংশে বিভক্ত করা হলে ডিএমপির কাজের গতি বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
শফিকুল আলম বলেন, ঢাকার আয়তন ক্রমে বড় হচ্ছে। ঢাকা আগের সেই শহর নেই। একটি নতুন জরিপে দেখা গেছে, ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে ল অ্যান্ড অর্ডার ম্যানেজ করা অত্যন্ত জটিল। এই পরিস্থিতিতে শহরের অপরাধ নিয়ন্ত্রণ কীভাবে সহজ ও কার্যকরভাবে করা যায়, সে বিষয়টি বৈঠকে আলোচিত হয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে আলোচনা হয়েছে ডিএমপি দুই ভাগে (উত্তর ও দক্ষিণ) করা হবে নাকি একাধিক অংশে ভাগ করা ভালো হবে। আগের মডেল অনুযায়ী একসময় গুলশান ও মিরপুর পৌরসভা ছিল। সেই মডেল নিয়েও আলোচনা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে