গোপালগঞ্জ-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কারাবন্দী শিমুল
গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী ও কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম।
এর আগে গত ৩ জানুয়ারি এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে গোপালগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিমুলের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন শিমুল। শুনানি শেষে ইসি তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আশরাফুল আলম শিমুলকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত রিয়াজ মোর্শেদ অপু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে