গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৪৭৭ জনের বিরুদ্ধে মামলা
গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতপরিচয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি সাজেদুর রহমান জানান, ওইদিন গোপালগঞ্জ সদর উপজেলার কাথি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করতে রাস্তায় গাছ ফেলে রাখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনার পর সদর থানার সাব-ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ মোট ৪৭৭ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৫টি মামলা হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮ জনে।
উল্লেখ্য, এনসিপি’র ওই দিনের পদযাত্রায় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ রয়েছে। ওই দিনের সহিংসতায় পাঁচজন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন, যার মধ্যে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে