Views Bangladesh Logo

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিহত বেড়ে ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস নিশ্চিত করেছেন যে, চারটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যেগুলোর প্রত্যেকটির শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ জরুরি সেবা কার্যক্রম এখনো চলছে।

এর আগে দিনের শুরুতে গোপালগঞ্জ জেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশ ঘিরে সহিংসতার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরো গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করে এবং কারফিউ ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ