মাগুরা-১ আসনের গণফোরাম প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ
মাগুরা-১ আসনের গণফোরামের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্বৃত্তরা মিজানুর রহমানের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মিজানুর রহমান ওই বাড়িতে বসবাস করেন না। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
ওসি মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় গণফোরামের প্রার্থী মিজানুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিপন বিশ্বাস জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একটি ককটেল সদৃশ্য বস্তু এবং কাচের বোতলে রাখা কিছু দাহ্য পদার্থ উদ্ধার করে।
এ বিষয়ে গণফোরামের প্রার্থী মিজানুর রহমান বলেন, সোমবার বিকেলে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরে রাতে মাগুরা শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পান। এরপর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মিজানুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, যাতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের এই প্রার্থী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে