‘জুলাই ঘোষণা’ প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ
চলমান সংস্কার আন্দোলনে জড়িত মূল অংশীদারদের সংলাপ ও স্বীকৃতির অভাবের কথা উল্লেখ করে চূড়ান্ত হওয়া ‘জুলাই ঘোষণা’ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ।
রোববার (৩ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত বক্তব্যে বলেন, ‘একটি রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে জুলাইয়ের ঘোষণাপত্র লেখা বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হবে’।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা এই ঘোষণাটি সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহালে গত বছরের ৫ জুনের হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় শুরু হওয়া গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করা হয়েছে।
‘জুলাই ঘোষণাপত্র বৈধ বলে বিবেচিত হবে না, যদি এতে আন্দোলনে নেতৃত্ব দেয়া ও অংশগ্রহণকারীদের কণ্ঠস্বর ও ত্যাগ বাদ দেয়া হয়। জুলাই কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি জনগণের’- বলেন রাশেদ খান।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনে উদ্ভূত গণবিক্ষোভের মূলে রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে চলা প্রতিরোধ। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী বিক্ষোভ এবং ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো পূর্ববর্তী আন্দোলনের কথাও তুলে ধরেন তিনি।
২০১৮ সালের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু ঘিরে জাতীয় সড়ক নিরাপত্তা আন্দোলনের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘তরুণ শিক্ষার্থীদের সাহস পরিবর্তনে আগুন জ্বালাতে সাহায্য করেছিল, যা এখন দেশজুড়ে কাঠামোগত সংস্কারের দাবিতে পরিণত হয়েছে’।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ। বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন, কাউন্সিল সদস্য শাকিল উজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম ও অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব জিলু খান, সহকারী দপ্তর সম্পাদক শাহ মুহাম্মদ সাগর, ঢাকা বিভাগীয় ছাত্রনেতা আখতারুজ্জামান সম্রাট।
আন্দোলনে অংশগ্রহণকারীদের মতামত ছাড়াই জুলাই ঘোষণার তারিখ ও বিষয়বস্তু একতরফাভাবে নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন দলটির নেতারা। তারা সতর্ক করে বলেন, একতরফা আখ্যান উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা গত বছরের ঐতিহাসিক গণআন্দোলনের তাৎপর্যকে বিকৃত করবে, ঠিক যেমন ১৯৭১ সালের উত্তরাধিকারকে প্রায়শই বিতর্কিত এবং রাজনীতিকরণ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে