Views Bangladesh Logo

দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।


এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়।


গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।


তবে পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান নুরুল হক নুর। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ