Views Bangladesh Logo

তিন দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদ

ণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখার সময়ও নেতাকর্মীরা সড়কে অবস্থান করছিল।

এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও কয়েকজন আহত হন।

নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ