নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগর সড়ক অবরোধ গণঅধিকার পরিষদের
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌনে ৪টার দিকে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে জুলাই মঞ্চের ২০-২৫ জন নেতাকর্মী হুলিয়া মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে যান। তাদের ব্যানারে লেখা ছিল, ‘জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল’। মিছিল থেকে নেতাকর্মীরা ‘নূর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’ স্লোগান দেন। পুলিশের সতর্ক পাহারার মধ্যে এই মিছিল চলে।
গতকাল শুক্রবার বিকেল নাগাদ গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল শুরু করে। জাপা কার্যালয়ের সামনে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। পরে মশাল মিছিল শুরু হয় এবং নেতাকর্মীরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। এক পুলিশ সদস্যও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।
রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। নেতাকর্মীরা সম্মেলনস্থলে যাওয়ার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন এবং এক পর্যায়ে নুরুল হক নূরসহ অন্য নেতাদের ওপর হামলা চালানো হয়। আহতদের দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীও উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।
নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘটনায় আইএসপিআর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরুল হক নূরের খোঁজ-খবর নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে