Views Bangladesh Logo

ফের বেড়েছে সোনার দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। প্রতি ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে নতুন করে সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকাতে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দাম ঘোষণা করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এই দর। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর রুপার দাম বাড়ানো হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ