স্বর্ণের ভরি ২ লাখ ছাড়াল
দেশের বাজারে ভরি প্রতি সোনার দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৫ টাকা।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করেছে। নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।
এর আগে শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছিলো। সেই হিসেবে সোমবার প্রতি ভরির ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে