Views Bangladesh Logo

স্বর্ণের দামে আবারও রেকর্ড, প্রতি ভরি ২ লাখ টাকা ছুঁই ছুঁই

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম রোববার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা পড়বে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ দাম ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ