চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান গোলাম রসুল এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানকে চুক্তিভিত্তিক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসর-পরবর্তী ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না।
চুক্তিভিত্তিক এই নিয়োগ ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
পুলিশ বাহিনীর নেতৃত্বকে আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। দুই কর্মকর্তা নিজ নিজ দপ্তরে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব পালন করে আসছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে