Views Bangladesh Logo

রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপি কমিশনারকে প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ঢাকা থেকে নিয়মিত গাজীপুর অফিসে যাতায়াতের অভিযোগ ছিল।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগটি উঠে আসে। বিষয়টি জনমনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই সভায় জিএমপি কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। আওয়ামী লীগ সরকারের সময় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুনরায় যোগদানের আবেদন করলে তিনি পুনর্বহাল হন এবং ডিআইজি পদোন্নতি পেয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ