আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে (১,১০৫ মেগাওয়াট) আড়াই মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, গ্যাসের ঘাটতির কারণে গত ৯ জুন থেকে ১৪ জুনের মধ্যে পর্যায়ক্রমে তিনটি বড় ইউনিট—ইউনিট-৫ (২১০ মেগাওয়াট), ইউনিট-৪ (৩৬০ মেগাওয়াট) ও ইউনিট-৭ (৩৬০ মেগাওয়াট)—বন্ধ করে দিতে হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিকল্প গ্যাস সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিল, তবে এখনো কোনো সমাধান পাওয়া যায়নি।
এছাড়া ইউনিট-৩ (৩৬০ মেগাওয়াট) জুনের শুরুতে টারবাইনের ব্লেড ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায়। এর মেরামত কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে উৎপাদন শুরু নির্ভর করছে গ্যাস সরবরাহের ওপর।
কেন্দ্রের অন্যান্য ইউনিট বহুদিন ধরেই অচল। ইউনিট-৬ (২১০ মেগাওয়াট) ২০১০ সালে টারবাইনে আগুন লাগার পর থেকে বন্ধ। ইউনিট-১ ও ২, যেগুলো যথাক্রমে ১৯৬৭ ও ১৯৭৬ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতা নিয়ে চালু হয়েছিল, দীর্ঘদিনের যান্ত্রিক ত্রুটির কারণে অকার্যকর।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো এই দুটি ইউনিট ভেঙে সেখানে আধুনিক নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে